ক্ল্যাসিক ২০৪৮ গেইম টিপস ও ট্রিকস 

আজকে আমি ২০৪৮ গেইম এর এন্ড্রয়েড সংস্করণ এর প্রথম ভার্সন রিলিজ দিয়েছি নাম – CLASSIC 2048

Image result for get it on google play

২০৪৮ গেইম – মূলতঃ  ৪ x ৪ বোর্ডের একটি গেইম যেটা জোড় সংখ্যার যোগফলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খেলার শুরুতে টাইলসের নাম্বার থাকে ২ পরবর্তীতে একই সংখ্যার টাইলস গুলো কে একত্র করে করে বড় বেজোড় সংখ্যা গুলো তৈরি করা যায়। তবে একত্র করার রুল কিন্তু একটাই শুধুমাত্র সেইম নাম্বার এর টাইলসকেই একত্র করা যাবে। এরকম একত্র করে করে ২০৪৮ সংখ্যার একটি টাইলস বানাতে পারলেই কেল্লাফতে!

তবে, আমার রিলিজ করা গেইমটি ২০৪৮ টাইলস এর পরেও খেলা চালিয়ে যাওয়ার ব্যবস্থা রেখেছি। আর মুভ ফিরিয়ে নেয়ার কোন ব্যবস্থা রাখা হচ্ছে না। যাতে করে স্কোরের স্বচ্ছতা বজায় থাকে। ২০৪৮ গেইম এর হিস্টোরি কিন্তু বেশীদিনের না। ইতালির একজন গেইম ডেভেলপার এইতো সেদিন( ২০১৪ সালের দিকে) এই গেইমটি আবিষ্কার করেন। তিনি জাভাস্ক্রিপট আর সি এস এস দিয়েই গেইম এর ডেমো বানিয়ে সবাই কে তাক লাগিয়ে দেন!

গেইমটির এডিক্টিভ বৈশিষ্ট্যের কারণই হলো সহজ গেইম প্লে। সিমপ্লি সোয়াইপ আপ, ডাউন, লেফট ও রাইট করে করেই গেইমে মোটামুটি অনেক দূর যাওয়া যায়। গেইমটিতে হাই স্কোর করার জন্যে কিছু টিপস এবং ট্রিকস আপনাদের সামনে এই আর্টিকেলে তুলে ধরবো।

কর্নার গেইম!

Screenshot from 2018-11-11 01-54-44যে কোন একটি কর্নারকে টার্গেট করে, ওই কর্নারে বোর্ডের সবচেয়ে বড় টাইলসকে মুভ করে এই স্ট্রাটেজি কাজে লাগাতে পারেন। আমি সাধারণত নিচের যে কোন একটা কর্নারকে টার্গেট করে এর পরে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর চেষ্টা করি। এইটা খুবই কাজে দেয় তবে, একটা জিনিস মাথায় রাখতে হবে তা হলো কোন ক্রমেই যাতে সবচেয়ে বড় সংখ্যার টাইলসটি যাতে কর্নার থেকে সরে না যায়। গেলে মহা বিপদ এবং বেশীর ভাগ ক্ষেত্রে রিকোভার করা আর পসিবল হয় না

তাই, ‘সবসময় চেষ্টা করতে হবে একদম কর্নারের টাইলস এ সবচেয়ে বড় সংখ্যাটি যেন স্থির থাকে।’ 

প্রটেক্ট কর্নার

আগেই যেটা বললাম শুধু মাত্র এদিক ঐদিকে সোয়াইপ করে আপনি হয়ত হাইয়েস্ট ২৫৬ রিচ করতে পারবেন। কিন্তু ২০৪৮ রিচ করা অনেক কঠিন হবে। কর্নার টাইলসের হাইয়েস্ট ভ্যালু এর টাইলস কে প্রটেক্ট করার আরেকটা টেকনিক হলো এর আশে পাশের টাইলস গুলোকে ও বড় করে তোলা। তখন, ওই কর্নার পিসের মুভ করার পসিবলিটি কমে যায়।

তাড়াহুড়ো না করা

অনেক সময় আমরা অবচেতন মনেই অনেক তাড়াহুড়ো করা শুরু করে দিই। এই গেইমের সোয়াইপ জেস্টার তাড়াহুড়ো করার প্রবণতা কে আরও বাড়িয়ে দেয়। বেশীর ভাগ ক্ষেত্রেই তাড়াহুড়োর কারণে অনেক ভালো ফরমেশন ও মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই, ঠাণ্ডা মাথায় ধীরে সুস্থে খেলাটাই বুদ্ধিমত্তার পরিচায়ক।

শেষ রো ফিলাপ করে রাখা

আপনি যে কর্নারকে টার্গেট করে খেলছেন সেটার একটি রো কে ফিক্সড করার জন্যে এই ট্রিকটা ভালো কাজে দিবে। সবসময় চেষ্টা করবেন, ওই রো যাতে সবসময় ভরা থাকে। খালি হওয়ার সুযোগ দেখতে পেলেই সাথে সাথে ভরাট করে দিলে, বড় সংখ্যার মুভমেন্ট অনেকাংশে কমে যাবে।

বড় নাম্বার কে তাড়া না করা

সবসময় বড় নাম্বার কে তাড়া করে বেশিদূর জাওয়া পসিবল না। আপনাকে অবশ্যই সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। একটু প্ল্যানিং করে খেললেই খুব সহজেই ১০২৪ + স্কোর করে এমনকি ২০৪৮ রিচ করে ফেলতে পারেন। তাই, বড় নাম্বার কে তাড়া না করে সুন্দর ভাবে গেইম প্ল্যান সেটআপ করে নিবেন।

এক সাথে অনেক গুলো টাইলস মিলানো

এটা সবচেয়ে বেশী ইফেক্টিভ, যখনই সুযোগ পাবেন, এক সাথে কয়েকটা মিলানোর সাথেই সাথেই সুযোগ কাজে লাগাবেন। কয়েকটা টাইলস একসাথে মিলাতে পারলে দেখবেন বোর্ড ফাকা হয়ে যাবে। ফলে, আপনি সহজে আপনার প্ল্যান কাজে লাগাতে পারেবেন।

এছাড়াও, আপনার যদি কোন টিপস বা ট্রিকস থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। 😉

সবশেষে, গেইম খেলার আমন্ত্রণ রইলো। নিচের লিংক থেকে গেইমটি আপনার এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করে ফিডব্যাক জানাতে ভুলবেন না।

https://play.google.com/store/apps/details?id=com.wasi0013.classic2048

 

Classic 2048 – Game Play (Winning Strategy)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: